এমপিসার্কেল, আন্তর্জাতিক সংযোগঃ
সাবমেরিন নিয়ে দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। মঙ্গলবার এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। দক্ষিণ চীন সাগরে এই দুদেশের এ ধরনের মহড়া এটিই প্রথম।
জাপানের নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিন ছাড়াও দুটি ডেস্ট্রয়ার এবং একটি টহল বিমান মহড়ায় অংশ নেয়। মার্কিন নৌবাহিনীও একটি ডেস্ট্রয়ার এবং একটি টহল বিমান পাঠায়।
দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরে নিজের উপস্থিতি জোরদার করছে বেইজিং। পর্যবেক্ষকরা বলছেন, জাপান-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করা এবং অবাধ ও মুক্ত একটি ভারত-প্রশান্ত মহাসাগর অর্জনে দুই দেশের লক্ষ্য বাস্তবায়নই এই মহড়ার উদ্দেশ্য। একইসঙ্গে অঞ্চলটিতে বেইজিংয়ের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।