1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কারো হস্তেক্ষেপের সুযোগ নেই: আইনমন্ত্রী

  • প্রকাশকাল : মঙ্গলবার, ২ মে, ২০২৩

এমপি সার্কেল, মন্ত্রীসভা ডেক্স:
বিএনপির উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশনের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখানে কারো হস্তেক্ষেপের সুযোগ নেই।

সোমবার ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এ মতবিনিময় সভা আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা ক্ষমতায় এসেছিল তারা আমাদের শিশুদের, ছাত্রছাত্রীদের বিকৃত ইতিহাস শিখিয়ে দেশটাকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনা ধংস করে দিতে চেয়েছিল। শেখ হাসিনা তাদের সেই স্বপ্ন ধংস করেছেন। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আমরা উন্নয়নের মহাযাত্রায় সামিল। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র।

তিনি বলেন, দুর্নীতির দায়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে। তবে জননেত্রী শেখ হাসিনার মহানুভবতায় তাকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়। এখন বলে তাকে বিদেশে চিকিৎসা করতে হবে।

আনিসুল হক বলেন, তারা (বিএনপি) বিদেশিদের অর্থাৎ, আমেরিকা-যুক্তরাজ্যের সাহায্য চায়। দেশে নির্বাচনে হস্তক্ষেপ করতে সেখানে নালিশ দেয়। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সংবিধান অনুযায়ী। এখানে কারো হস্তেক্ষেপের সুযোগ নেই।

মন্ত্রী বলেন, তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশে আবারও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু হতে পারে। সকলকে চোখ-কান খোলা রাখতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকরা দেশের অমূল্য সম্পদ। আপনারাই পারেন সত্যটুকু প্রকাশ করে জাতিকে সঠিক পথ দেখাতে। এ জন্য প্রাথমিক শিক্ষকদের অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এইচ এস সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জহিরুল ইসলাম স্বপন, আয়েশা বেগম, গোলাম রব্বানী, নাজির আহমেদ, আমজাদ হোসেন, ফুল মিয়া ও শাহাদত হোসেন। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com