এম.পি. সার্কেল, আন্তর্জাতিক সংযোগ ডেক্স:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির নাম ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আবেদন জমা পড়ল নোবেল কমিটিতে। নরওয়ের নোবেল কমিটিকে এই আবেদনটি করেছেন ইউরোপের বিভিন্ন প্রাক্তন এবং বর্তমান রাজনীতিবিদরা। পাশাপাশি এই কমিটিকে মনোনয়ন প্রক্রিয়া মার্চ মাসের ৩১ তারিখ অবধি বাড়ানোর জন্যও অনুরোধ জানিয়েছেন তারা। খবর আনন্দবাজার পত্রিকার।
নোবেল কমিটির কাছে জমা দেওয়া এই আবেদনে বলা হয়েছে, “আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে, নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ার সময়সীয়া ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হোক এবং জেলেনস্কি ও ইউক্রেনের মানুষদের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হোক।”
নোবেল কমিটিকে মনোনয়ন প্রক্রিয়া নতুন করে শুরু করার আবেদনও জানিয়েছেন এই রাজনীতিকরা।
এই বছর ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থা নোবেল শান্তি পুরস্কারের জন্য আবেদন করেছেন।
অক্টোবর মাসের ৩ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হবে।