1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

এমপি সার্কেল ক্যারিয়ার কর্ণার

‘এমপি সার্কেল ক্যারিয়ার কর্ণার’ হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে ‘নাগরিক সিন্ডিকেট’ ও ‘উদ্যোক্তা ইনস্টিটিউট’ সংশ্লিষ্ট সকল প্রকল্প ও প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত জনবল নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়। এই মুহুর্তে ‘এমপি সার্কেল ক্যারিয়ার কর্ণার’ এ বেশ কয়েকটি পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। পদ্গুলো হচ্ছে…

১। এমপি সার্কেল পাঠচক্র ও প্রচার সভা পরিচালক
২। এমপি সার্কেল স্বাস্থ্য ও সুচিকিৎসা সভা পরিচালক
৩। এমপি সার্কেল পাইলারি প্লাজা পরিচালক
৪। এমপি সার্কেল ক্যাফে পুলিশবন্ধু পরিচালক

উল্লেখ্য চারটি পদের প্রতিটি পদে নিয়োগ প্রত্যাশীদের যে সকল যোগ্যতা অবশ্যয় থাকতে হবে সেগুলো হলো…

শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে স্নাতক (পাস/ যেকোন বিষয়ে সম্মান)।

কর্ম এলাকাঃ নিজ নিজ এলাকায় কাজ করার আন্তরিক আগ্রহ।

বেতন/সম্মানীঃ উল্লেখিত পদগুলি মোটেও বেতন ভিত্তিক কোন কাজ নয়। সম্পূর্ণরূপে কমিশন ভিত্তিক এবং নিজ এলাকায় নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী মানুষদের জন্যই কেবল এই নিয়োগ বিজ্ঞপ্তি।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ মাঠ পর্যায়ে সংগঠন গঠন ও পরিচালনা করার অভিজ্ঞতা সহ নিজস্ব মোটর সাইকেল ও স্মার্ট ফোন থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে পারদর্শি হতে হবে।

আগ্রহীগণ ‘এমপি সার্কেল’ এর পক্ষ থেকে শুভেচ্ছা নিন, এবং এখনি নিচে উল্লেখিত ‘ই-মেইল’ এ আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঠিয়ে দিন…

===========================
এমপি সার্কেল ক্যারিয়ার কর্ণার
===========================

রসূল ভিউ(৩য় তলা)
৬৫, ময়মনসিংহ লেন, বাংলামটর,
শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।

মুঠোফোন:- +৮৮ ০১৭১২ ৩৯২৫৭০ (WhatsApp/imo)
ই-মেইল:- mpcircleofficial@gmail.com

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com