এমপি সার্কেল পাঠচক্র ও প্রচার সভা হচ্ছে এমন এক ধরণের সভা, যেখানে অংশগ্রহণকারীদের নিয়ে নাগরিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে পাঠচক্র পরিচালনা সহ উক্ত এলাকার সংসদীয় জনপ্রতিনিধির উন্নয়নমূলক কর্মকান্ডের উপর আলোচনা করা হয়।
এই পাঠচক্র ও প্রচার সভাগুলো প্রতিটি সংসদীয় এলাকা ভিত্তিক গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে পরিচালিত হয়। প্রতিটি সংসদীয় এলাকায় একজন করে ‘এমপি সার্কেল পাঠচক্র ও প্রচার সভা পরিচালক‘ নিযুক্ত হয়। তিনি তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় সুবিধাজনক পরিকল্পনা ও রুটিন অনুযায়ী পাঠচক্র ও প্রচার সভা পরিচালনা করেন।
সংসদীয় এলাকার পাঠচক্র ও প্রচার সভা পরিচালক হতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যয় নূন্যতম স্নাতক (পাস/সম্মান) ডিগ্রীধারী হতে হবে।
আপনার এলাকার সসদীয় আসনের ‘এমপি সার্কেল পাঠচক্র ও প্রচার সভা‘ পরিচালক হতে চাইলে যোগাযোগ করুন:
এমপি সার্কেল
রসূল ভিউ(৩য় তলা)
৬৫, ময়মনসিংহ লেন, বাংলামটর,
শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
মুঠোফোন: +৮৮ ০১৭১২ ৩৯২৫৭০(WhatsApp)
ই-মেইল: mpcircleofficial@gmail.com
ফেসবুক পেইজ লিংক: www.facebook.com/mpcircleofficial
ফেসবুক গ্রুপ লিংক: www.facebook.com/groups/mpcircleofficial
এমপি সার্কেল পাঠচক্র ও প্রচার সভা বিষয়ক লেনদেনের মাধ্যম:
প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব:
একাউন্টের নাম (চলতি):- Jago Protidin
একাউন্ট নম্বর:- 02 000 17 38 2618
অগ্রণী ব্যাংক পিএলসি
সোনারগাঁও রোড শাখা,
ঢাকা ওয়েস্ট জোন, হাতিরপুল, ঢাকা।
ব্যক্তিগত ব্যাংক হিসাব:
একাউন্টের নাম (সঞ্চয়ী):- Md. Jasemuddin
একাউন্ট নম্বর:- 2050 3960200 4481 04
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
দনিয়া শাখা, ঢাকা দক্ষিণ, ঢাকা।
বিকাশ/নগদ/উপায় নম্বর:
01712 392570 (পার্সোনাল)
বিঃদ্রঃ উল্লেখিত লেনদেনের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে ‘এমপি সার্কেল পাঠচক্র ও প্রচার সভা ‘বিষয়ক লেনদেন পরিচালিত হয়না। সুতরাং, অন্যকোন মাধ্যমে ‘এমপি সার্কেল পাঠচক্র ও প্রচার সভা‘ বিষয়ক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি কেউ অন্যকোন মাধ্যমে ‘এমপি সার্কেল পাঠচক্র ও প্রচার সভা’ বিষয়ক লেনদেন করেন তবে ‘এমপি সার্কেল পাঠচক্র ও প্রচার সভা‘ পরিবারের কাছে সেটা গ্রহনযোগ্য হবেনা।