এমপি সার্কেল, সঙ্গঠন-পেশাজীবী ও প্রশিক্ষণ ডেক্স:
নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং ও স্ব-উদ্যোগে ইন হাউজ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ হতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষ থেকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।
আরও বলা হয়েছে, নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী বিষয়ভিত্তিক শিক্ষকদের সমন্বয়ে স্ব-উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করবেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষক কর্তৃক গৃহীত প্রশিক্ষণ অনুযায়ী শিক্ষক সহায়িকা অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা মনিটরিং করবেন।
উল্লিখিত কার্যক্রমসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে অধিদপ্তর।