এমপি সার্কেল, সংসদ-মন্ত্রীসভা ও সুশাসন ডেক্স:
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কোনো মানুষ তো সমালোচনার বাইরে না। আমিও সমালোচনার বাইরে না।
রবিবার কারওয়ান বাজারের ওয়াসা ভবনে মন্ত্রী তাজুল ইসলামকে ঢাকা ওয়াসার পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশে সকল প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। এক সময় ঢাকা ওয়াসার পানির মান এতো নিম্নমানের ছিল, সংকট ছিল, যার জন্য ঢাকায় কলসি মিছিলও হয়েছে। এমন অনেক প্রতিকূলতা ছিল। প্রধানমন্ত্রী নেতৃত্বে আজ এসব অবস্থা এখন নেই। ঢাকা ওয়াসা গুণগতমান, চাহিদা কোয়ালিটিসব কিছু পূরণ করেছে।
ওয়াসার পানির দাম বাড়ানো নিয়ে তিনি বলেন, পানি ব্যবহার করলে পানির দাম কে দেবে? সব তো রাষ্ট্রের ওপর চাপিয়ে দিলে হবে না। ওয়াসার পানির উৎপাদন খরচ ২৬-৩০ টাকা। এখন পানি ১৫ টাকায় বিক্রি করলে বাকি টাকা আসবে কোথা থেকে?
গুলশানে বসবাস করে মাসে ৫ লাখ টাকা খরচ করে পানির জন্য ১০০/২০০ টাকা খরচ বেড়ে গেলে এটা সহ্য হবে না!
মন্ত্রী বলেন, বলা হয় দুর্নীতির জন্য খরচ বেড়ে যায়, তাহলে দুর্নীতি কোথায় হয় তা শনাক্ত করেন প্লিজ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী লক্ষ্যমাত্রা উন্নত বাংলাদেশ গড়া। উন্নত বাংলাদেশ খালি ওয়াসা দিয়ে হবে না। কিন্তু ওয়াসা বাদ দিকে কি উন্নত বাংলাদেশ হবে? প্রধানমন্ত্রী নেতৃত্বে আজ দেশ উন্নয়ন হয়েছে, ওয়াসার পরিবর্তন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, পানি ব্যবস্থাপনার আমূল পরিবর্তন চান প্রধানমন্ত্রী। তার প্রত্যক্ষ দিক নির্দেশনায় ওয়াসার বদল করতে পেরেছি। প্রধানমন্ত্রী ভিশন বাস্তবায়নে কাজ করছি আমরা। ঢাকা ওয়াসার বহু অর্জন আমাদের আছে। মাইক্রো ম্যানেজমেন্টে আমরা বহু এগিয়েছি। ডিজিটাল ওয়াসা থেকে আমরা এখন স্মার্ট ওয়াসার দিকে যাচ্চি। এতে গত ৫ বছরের আমাদের সহযোগিতা করেছেন মন্ত্রী তাজুল ইসলাম। এ জন্য তাকে আমরা ব্যতিক্রমধর্মী এই উষ্ণ অভ্যর্থনা জানালাম।
ঢাকা ওয়াসাকে ভর্তুকিবিহীন প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই বলেও আশা ব্যক্ত করেন তাকসিম এ খান। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ কর্মসূচির সাফল্য নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সহ সকল কর্মকর্তা ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান। মন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন প্রকৌশলী তাকসিম এ খান।