1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

মিনিটে এক কোটি রুপি চান অভিনেত্রী

  • প্রকাশকাল : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

এমপি সার্কেল, আনন্দ-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রী হিসেবে সিনেমার সাফল্য না থাকলেও বিজ্ঞাপনচিত্রে তার চাহিদা অনেক, যুক্ত আছেন বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতেও।

নানা কারণে বারবারই আলোচনায় থাকেন উর্বশী। তাকে নিয়ে আলোচনার বড় কারণ ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে তার প্রেমের গুঞ্জন। চলতি বছর দক্ষিণি সিনেমা ‘ওয়ালটার বারিয়ায় আইটেম গানে নেচে দুই কোটি রুপি পারিশ্রমিক নিয়ে আলোচনায় আসেন তিনি। কারণ, বেশির ভাগ দক্ষিণি ছবির নায়িকাই চার থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন। সেখানে একটি গানে নেচেই প্রায় অর্ধেক পারিশ্রমিক পেয়েছিলেন।

সম্প্রতি ফের আলোচনায় এসেছেন উর্বশী। একটি সিনেমায় মাত্র তিন মিনিটের পারফরম্যান্সের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। যার অর্থ, প্রতি মিনিটে তার পারিশ্রমিক হবে এক কোটি রুপি!

উল্লেখ্য, সনম রে, হেট স্টোরি ৪, পাগলপান্তি, গ্রেট গ্রান্ড মাস্তিসহ অনেকগুলো বলিউড এবং কয়েকটি দক্ষিণি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। তবে তার কোন সিনেমায় বক্স অফিসে চলেনি। চলতি বছর হিন্দি ও তেলেগু মিলিয়ে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে তাকে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com