1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৯ সদস্য নিহত

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়ে হামাসের উপপ্রধানকে হত্যার পর দেশটিতে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল সেনারা।

বুধবার (৩ জানুয়ারি) তেল আবিবের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর ৯ সদস্য। এদের মধ্যে হিজবুল্লাহর স্থানীয় কর্মকর্তা হোসাইন ইয়াজবেকও রয়েছেন বলে স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
খবর: আলজাজিরা।

হিজবুল্লাহ নেতা নসরুল্লাহ বলেছেন তাদের যোদ্ধারা ইসরায়েলি হামলায় ভিত নয় তারা যুদ্ধ চালিয়ে যাবে। তবে তার বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ মূলক পাল্টা হামলার কোনো উল্লেখ ছিলো না যা এরকম হামলার পর ইসরায়েল বিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রায় সময় করে থাকে। তাছাড়া বৈরুতে হামাস নেতা সালেহ আল আরৌরি নিহত হওয়ার পর এটিই ছিল নসরুল্লাহর প্রথম ভাষণ। যেখানে তিনি হামাস নেতার হত্যাকাণ্ড যুদ্ধের বিস্তৃতির কারণ হতে পারে বলে সতর্ক করেন।

আইডিএফের দাবি, হিজবুল্লাহর সামরিক স্থাপনায় এ অভিযান চালানো হয়। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হিজবুল্লাহর সাথে নিয়মিত বিরতিতে সংঘাতে জড়াচ্ছে তেল আবিব। এখন পর্যন্ত দেড়শ সেনা সদস্য হারিয়েছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহর পাল্টা অভিযানে প্রাণ গেছে ১১ ইসরায়েলির।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com