এমপি সার্কেল, শিক্ষাঙ্গন-শিক্ষার্থী ও কর্মসংস্থান ডেক্স:
ডিসেম্বর মাসে এমপিওভুক্ত হয়েছেন দেশের বিভিন্ন বেসরকারি মাদরাসার ১ হাজার ৯০৭ জন শিক্ষক ও কর্মচারী। তাদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক ও ৫৫৪ জন কর্মচারী রয়েছেন। এ ছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন। নতুন শিক্ষকদের বেশির ভাগই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ডিসেম্বর মাসের এমপিওর আবেদন যাচাই-বাছাই করে ১ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এমপিওভুক্তদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক-প্রভাষক ও ৫৫৪ জন কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী রয়েছেন। এ ছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। মাদরাসার শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া হিসেবে অনুযায়ী, এসব মাদরাসার ১ লাখ ৩৭ হাজার ৪২৩ জন শিক্ষক ও ৩৯ হাজার ৯৭৫ জন কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন। ডিসেম্বর মাসের বেতনভাতা বাবদ ৪০৯ কোটি ৯ লাখ টাকা পাবেন ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জন শিক্ষক-কর্মচারী।