1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

এমপিওভুক্ত হলেন ১৯০৭ শিক্ষক-কর্মচারী

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

এমপি সার্কেল, শিক্ষাঙ্গন-শিক্ষার্থী ও কর্মসংস্থান ডেক্স:
ডিসেম্বর মাসে এমপিওভুক্ত হয়েছেন দেশের বিভিন্ন বেসরকারি মাদরাসার ১ হাজার ৯০৭ জন শিক্ষক ও কর্মচারী। তাদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক ও ৫৫৪ জন কর্মচারী রয়েছেন। এ ছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন। নতুন শিক্ষকদের বেশির ভাগই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ডিসেম্বর মাসের এমপিওর আবেদন যাচাই-বাছাই করে ১ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এমপিওভুক্তদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক-প্রভাষক ও ৫৫৪ জন কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী রয়েছেন। এ ছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। মাদরাসার শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া হিসেবে অনুযায়ী, এসব মাদরাসার ১ লাখ ৩৭ হাজার ৪২৩ জন শিক্ষক ও ৩৯ হাজার ৯৭৫ জন কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন। ডিসেম্বর মাসের বেতনভাতা বাবদ ৪০৯ কোটি ৯ লাখ টাকা পাবেন ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জন শিক্ষক-কর্মচারী।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com