এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভিযোগ- দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করার জন্য নির্বাচনি কার্যকলাপের ওপর প্রভাব খাটাচ্ছে ভারত। তবে বিএনপির এমন অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন— অন্য কোনো দেশের নীতি নিয়ে ভারত মন্তব্য করে না। বিএনপির মুখপাত্র কী বলেছেন, সেই বিতর্কেও আমি ঢুকতে চাই না। সাধারণত আমরা রাজনীতিবিদদের মতামত নিয়ে মন্তব্য করি না।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বাগচি বলেন, বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বেছে নেবেন, বাংলাদেশের জনগণ নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবেন। একজন ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশ প্রগতিশীল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকুক। এভাবে এগিয়ে চলুক—এটিই ভারতের চাওয়া।