1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

গণতন্ত্রী পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে: সুপ্রিম কোর্ট

  • প্রকাশকাল : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, সংসদ-মন্ত্রীসভা ও সুশাসন ডেক্স:
এবারের নির্বাচনে ১৪ দলীয় জোটের শরীক গণতন্ত্রী পার্টির দুই পক্ষের প্রার্থীরাই অংশ নিতে পারবেন। বুধবার (২৭ ডিসেম্বর) তাদের প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

ইসির আইনজীবী আশফাকুর রহমান গণমাধ্যমকে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম ইনায়েতুর রহিম গণতন্ত্রী পার্টির প্রার্থীদের একই প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি এ সংক্রান্ত দুটি পৃথক আবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ইসির এ সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ওই আদেশ চ্যালেঞ্জ করে গত ১৮ ডিসেম্বর আবেদন করে কমিশন। একই আদেশে হাইকোর্ট বিভাগ ব্যারিস্টার আরশ আলীর নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে মনোনীত সাত প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিতে ইসিকে নির্দেশ দিয়েছিলেন।

আরেকটি আবেদন করেছিলেন গণতন্ত্রী পার্টির আরেক অংশের নেতা ডা. শাহাদাত হোসেন। তার অংশের তিন প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি।

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com