1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো জাপান

  • প্রকাশকাল : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ তিন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে জাপান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিসভার মূখ্য সচিব হায়াশি ইয়োশিমাসা এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞার পাশাপাশি এই তিন নেতার সম্পদ জব্দ করবে টোকিও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হায়াশি ইয়োশিমাসা বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণে এই তিন নেতা জড়িত বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে একই ধরনের হামলায় অর্থায়ন করার মতো অবস্থায় রয়েছেন তারা। তবে এই তিন নেতার নাম প্রকাশ করা হয়নি।

এর আগে অক্টোবরে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট থাকা নয় ব্যক্তি ও একটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাপান।

গাজায় চলমান যুদ্ধে ভারসাম্যপূর্ণ অবস্থান নেয়ার চেষ্টা করছে জাপান। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। একই সঙ্গে হামাসের হাতে থাকা জিম্মিদের অবিলম্বে মুক্তিরও আহ্বান এবং ইসরায়েলি অভিযানে গাজায় বেসামরিক নিহত ও মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ডিসেম্বরের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছে দেশটি। এর আগে অক্টোবর একই প্রস্তাবে ভোটাভুটিতে অনুপস্থিত ছিল টোকিও।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com