1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

ব্যাংকের ঋণ নিয়ে সিপিডির প্রতিবেদন প্রকাশ উদ্দেশ্যমূলক: তথ্যমন্ত্রী

  • প্রকাশকাল : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, সংসদ-মন্ত্রীসভা ও সুশাসন ডেক্স:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগমুহূর্তে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ব্যাংকের ঋণ নিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদন ত্রুটিপূর্ণ।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে প্রকাশিত ‘সংবাদপত্রে শেখ হাসিনার বক্তৃতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

দেশের ব্যাংকগুলো থেকে এ সরকারের আমলে ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে সিপিডির প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকগুলো কিছু মন্দ ঋণ দিয়েছে। এ বিষয়ে সবাই অবগত। পত্রপত্রিকায় এ বিষয়ে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এগুলো নতুন কিছু নয়। কিন্তু নির্বাচনের আগে এসে সিপিডি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এটিকে গবেষণা প্রতিবেদন বলে চালিয়ে দিয়েছে। এতে তথ্যের অনেক ঘাটতি রয়েছে।

বিএনপির আন্দোলনের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দেশে উৎসবমুখর নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছ।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com