1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সংসদে জনগণের কথা বলতে হবে

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

এমপিসার্কেল, নাগরিক চক্রঃ
সংরক্ষিত আসনের নারী প্রতিনিধিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, অনেক নারী সাংসদ সংসদে প্রশংসা করা ছাড়া কিছু করেন না। এটা কোনো যৌক্তিক কাজ নয়। জনগণের কথা বলতে না পারলে সংসদে যাওয়া অর্থহীন।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ‘সংরক্ষিত নারী আসন : সংসদীয় গণতন্ত্রে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও জাগো বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওয়াহেদুজ্জামান চান, নিরাপত্তা বিশ্নেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, সমকালের উপ-সম্পাদক অজয় দাশগুপ্ত, জিটিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক অপু উকিল, মুক্তিযোদ্ধা আশালতা বোদ্ধ, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যয় প্রমুখ বক্তব্য দেন।

মোহাম্মদ নাসিম আরও বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে উদাহরণ। রাজনীতি করতে গিয়ে নারীরা অনেকভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

অজয় দাশগুপ্ত বলেন, শিক্ষা, শিল্পকারখানা, কৃষিসহ সব ক্ষেত্রে এমনকি প্রবাসেও নারীর উপস্থিতি প্রবলভাবে দৃশ্যমান। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা প্রশংসনীয় কাজ করছেন। সংসদে যারা সংরক্ষিত আসনের জন্য মনোনীত হবেন তারা যেন এ ধারা এগিয়ে নিতে পারেন সে ব্যাপারে বিশেষ মনোযোগ জরুরি।

সভাপতির বক্তব্যে ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, সংসদে ব্যবসায়ী অনেক বেশি। সংসদে যাওয়ার প্রত্যাশা যে কেউ করতে পারেন। তবে দলকে কঠোর হতে হবে। যোগ্যরা যাতে সংসদে যাওয়ার সুযোগ পান সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com