এমপি সার্কেল, আনন্দ-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেছেন তার এক সাবেক সহকারী আস্তা জোনাসন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালতে এ মামলাটি করেন তার প্রাক্তন সহকারী। খবর দ্য গার্ডিয়ানের।
জোনাসনের অভিযোগ, ২০১০ সালে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার শুটিং করেন ভিন ডিজেল-আস্তা জোনাসন। এ সিনেমার শুটিংয়ের সময়ে আটলানটা হোটেল রুমে তাকে যৌন নিপীড়ন করেন ভিন ডিজেল; এর ঠিক ১ ঘণ্টা পরই আস্তাকে চাকরিচ্যুত করেন।
এজাহারে আস্তা জোনাসন জানিয়েছেন, ঐ রাতে একাধিক নারীর সঙ্গে আনন্দ করার পর জোরপূর্বক আস্তার শরীরে হাত দেয় এবং তাকে চুম্বন করেন। এরপর হোটেল থেকে বেরিয়ে যান আস্তা।
আস্তা জোনাসনের আইনজীবী ক্লেয়ার-লিস কুটলি বলেন, ক্ষমতাবান পুরুষদের জবাবদিহিতার আওতায় আনা না হলে, কখনো কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বন্ধ হবে না। আমরা আশা করছি, তার (আস্তা) এই সাহসী পদক্ষেপ দীর্ঘস্থায় পরিবর্তন আনতে সাহায্য করবে।
এ বিষয়ে কথা বলতে ভিন ডিজেলের লিগ্যাল এবং জনসংযোগকর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেন তারা। পরে এক বিবৃতিতে ভিন ডিজেলের আইনজীবী জানান, অভিযোগটির সত্যতা নেই। এটি অভিনেতা অস্বীকার করেছেন।