1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে ময়মনসিংহে সংঘর্ষ, নিহত ১

  • প্রকাশকাল : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
ময়মনসিংহ-৪ আসনে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫২) নামে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরসিরতা ইউনিয়নের হুতারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম একই ইউনিয়নের চর ভবানীপুরের মৃত নুর হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।

চর সিরতা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, হুতারপাড়া মোড়ের আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল। ক্যাম্প তৈরি নিয়ে ছোট ভাই ফারুক (৪০), বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজু (২৫) ও রফিকুল ইসলামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com