1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

ইসরাইলি হামলা, গাজায় নিহত ১৪

  • প্রকাশকাল : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
গাজার দুটি বাড়িতে হামলা করেছে ইসরাইল। এ হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনির প্রাণ গেছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

গত ৭ অক্টোবর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এ হামলা এখনো চলছে। এতে এ পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।

এদিকে আল-জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, গাজার কামাল আদওয়ান হাসপাতালের বাইরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের তাঁবু গুড়িয়ে দিয়েছে ইসরাইলের সেনারা।

এদিকে ইসরাইল ও হামাসের চলমান সংঘাতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় একটি নতুন যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনের পশ্চিম তীরে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। প্যালেস্টেনিয়ান প্রিজোনার্স সোসাইটি জানিয়েছে, শনিবার ইসরাইলি বাহিনী পশ্চিম তীর থেকে ১৬ ফিলিস্তিনিকে আটক করেছে। আর হামাস ইসরাইল সংঘাতের শুরু ওই এলাকায় এ পর্যন্ত ৪ হাজার ৫২০ ফিলিস্তিনি আটক হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com