1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

এবার ৩৬ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি

  • প্রকাশকাল : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
সরকারের পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও খালেদা জিয়াসহ বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে এবার ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। এই অবরোধ কর্মসূচি শুরু হবে আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে। চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডাকে বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর কিছু সময় পরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

প্রতি সপ্তাহের রোব ও সোমবার হরতাল বা অবরোধ পালনের পর মঙ্গলবার ফাঁকা রেখে বুধ ও বৃহস্পতিবার আবার কর্মসূচি ডাকা হচ্ছে। ইতোমধ্যে নয় দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দেড় যুগের মতো ক্ষমতার বাইরে থাকা দলটি।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো একসঙ্গে কর্মসূচি পালন করে আসছে। একই কর্মসূচি ভিন্নভাবে ঘোষণা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন কর্মসূচি ঘোষণা করে আসছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই মুখপাত্র।

ভার্চুয়ালি সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হবে। চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com