এমপি সার্কেল, অর্থ-বাণিজ্য ও ব্যবসায়ী সংগঠন ডেক্স:
যুক্তরাষ্ট্র সরকার শ্রমনীতি ঘোষণার পর দেশের শীর্ষ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের মধ্যে একধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। এ নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শ্রম অধিকার সুরক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র কিছু তথ্য জানতে চেয়েছে। আমরা উত্তর দিচ্ছি। আলোচনা চলছে। পণ্য না নেওয়া কিংবা অর্থ পরিশোধ না করার শর্ত যুক্ত করে কোনো তৈরি পোশাক মালিক বাধার মুখে পড়েননি এখনো। এ নিয়ে উদ্যোক্তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীতে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্যসচিব এ বিষয়ে বিভিন্নভাবে কথা বলেছেন। তাদের শ্রম আইন নিয়ে যেসব চাওয়া আছে সে বিষয়ে আমরা ফলোআপ করছি। সব যে চূড়ান্ত করা হয়েছে তা নয়, কিছু কিছু বিষয় প্রক্রিয়াধীন আছে। আমরা টাইম টু টাইম ফলোআপ করছি। আশা করি যা যা চাওয়া আছে তা পূরণ হবে।’
রাষ্ট্রপতির শ্রম আইনের সংশোধনী সই না করে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সংসদ শেষ ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় তিনি বিষয়টি আপাতত স্থগিত করেছেন। এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের পর নতুন সরকার এসে এর কার্যক্রম বাস্তবায়ন করবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা আছে। তবে চারদিকে মানুষের উৎসাহ দেখা যাচ্ছে। বিএনপি না এলেও তাদের অনেকেই দল ছেড়ে এসে যোগ দিয়েছেন। আশা করি উৎসবমুখর এবং প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’