1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে নিহত ৪

  • প্রকাশকাল : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
অধিকৃত পশ্চিম তীরে ফের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরে জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুইজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে বুধবার যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখনই পশ্চিম তীরে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে দুইজন শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, আদম সামের আল-ঘুল (৮) মাথায় গুলিবিদ্ধ হয়ে এবং বাসিল সুলেইমান আবু আল-ওয়াফা (১৫) বুকে গুলিবিদ্ধ হওয়ার পর মারা গেছে।

ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আদ দামজের বাসিন্দাদের জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী এক বাড়িতে ড্রোন দিয়ে বোমা নিক্ষেপ করেছে।

ইসরায়েল এক যৌথ বিবৃতিতে বলেছে, সেনারা সশস্ত্র প্রতিরোধে জড়িত দুইজনকে হত্যা করেছে। এদের মধ্যে একজন প্রধান নেতা। তারা মুহাম্মদ জুবেইদি এবং হুসাম হানুন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com