এমপি সার্কেল, আলোচিত সংবাদ চক্র ডেক্স:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান চার দিনের যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ এক্সে (সাবেক টুইটার) এ তথ্য নিশ্চিত করেছেন। হামাসের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।
মাজেদ আল আসারি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, কাতার ঘোষণা করছে যে, চলমান মধ্যস্থতার অংশ হিসেবে, গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়াতে একটি চুক্তিতে পৌঁছেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ৪৮ দিন পর গত শুক্রবার কাতার ও মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়।
শুক্রবার থেকে এ ৪ দিনে হামাস ৫৮ জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েলের কারাগার থেকে ১১৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।