এমপি সার্কেল, আলোচিত সংবাদ চক্র ডেক্স:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদীয় আসনে দলের মনোনয়ন ফরম জমা দিয়েছেন গোপালগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ. জেড অপু শেখ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
গোপালগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অপু শেখের পক্ষে তার নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধি মো. আম্মার মিয়া (অসীম) আল আমিন মোল্লা, গোপালগঞ্জ জেলা জাতীয় পার্টি, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা মনোনয়ন ফরম জমা দিতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে আসেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।