1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

গাজীপুরের দক্ষিণ সালনায় ২ কাভার্ডভ্যানে আগুন

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

এমপি সার্কেল, আলোচিত সংবাদ চক্র ডেক্স:
গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা অবরোধে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, সালনা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামে দু’টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩ থেকে ৪টি মোটরসাইকেলে কয়েকজন লোক প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গতিরোধ করে। পরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, সকাল ৭টার দিকে আগুনের খবর পেয়েছি। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com