এমপি সার্কেল, মন্ত্রীসভা ডেক্স:
ভারতের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা হয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (২০ নভেম্বর ২০২৩) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের আসন্ন বৈঠকে রাজনৈতিক বিষয় নয়, বরং দ্বিপক্ষীয় খুঁটিনাটি বিষয়ের আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র সচিবের ওটাতে নির্বাচন নিয়ে আলাপ হবে না। অন্য খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ হবে। নির্বাচনের আলাপ তো হয়েই গেছে ওদের সাথে। এটা তো প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী–তারা আলাপ করে ফেলেছেন।’
দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কী আলোচনা হয়েছে—এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও চাই এটা। শান্তি ও স্থিতিশীলতা তারা সেটা চায় এবং তারা চায় বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, প্রক্রিয়াটা আছে, সেটা সমুন্নত থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো রকমের ভাটা না পড়ে।’
প্রসঙ্গত, দ্বিপক্ষীয় ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য চলতি সপ্তাহে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।