1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পেল ৪০ লাখ ডলার

  • প্রকাশকাল : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ শিরোপা জয়ে প্রাইজমানি হিসেবে ৪০ লাখ ডলার পুরস্কার পেয়েছে অসিরা।

পুরো আসরে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হারের লজ্জা পেতে হয় ভারতকে। রানার্স আপ হিসেবে ভারতীয় দল পেয়েছে ২০ লাখ ডলার।

সেমিফাইনালে হেরে বিশ্বকাপ শেষ করে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দু’দল পেয়েছে সমান ৮ লাখ ডলার করে।
সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা বাকী ছয় দল বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস পেয়েছে ১ লাখ ডলার করে।

লিগ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হয় ১৮ লাখ ডলার।

এবারের বিশ^কাপে সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি ছিলো।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com