1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে শুক্রবার

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। ঢাকা জেলা অফিস থেকে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামীকাল তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে এখান থেকে ভার্চ্যুয়ালি ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন করবেন।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সেই সুযোগ থাকছে। জানা গেছে, ইতিমধ্যে ৩০০ আসনের দলীয় প্রার্থিতা বাছাইয়ের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। দলীয় সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, দফায় দফায় জরিপে যেসব প্রার্থীদের জনভিত্তি রয়েছে এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরই এবার মনোনয়ন দেবে দলটি। আসন্ন নির্বাচন উপলক্ষে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে।

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com