এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে ‘প্রত্যাখ্যান’ করে এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে আজ বুধবার রাতে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা।
সিলেট নগরের বারুতখানা এলাকায় মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মশাল দিয়ে সড়কের উপর আগুন ধরিয়ে দেন তারা। এ ঘটনায় বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এছাড়া চট্টগ্রামের পাহাড়তলী নয়াবাজারে থানা যুবদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। নগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে নগরের চট্টেশ্বরী রোডে মশাল মিছিল করা হয়।
চান্দগাঁও থানা ছাত্রদলের আহবায়ক আবদুর রহমান আলফাজের নেতৃত্বে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় মশাল মিছিল বের হয়। নগরের আগ্রাবাদ এক্সেস রোডে নগর ছাত্রদলের মিছিলে পুলিশ হামলা চালালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে বিএনপির মশাল মিছিল থেকে একটি কার্গোতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনেরনেতাকর্মীরা। আজ বুধবার রাত ৯ টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক, ময়মনসিংহ রোড ও জেলা সদর রোডে এ মশাল মিছিল করে তারা।
অপরদিকে, তফসিল ঘোষণার পরপরই দেশের তিনটি জেলায় যানবাহনে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
সরকারি সংস্থাটি জানিয়েছে, বগুড়া, সিলেট ও নাটোরে গণপরিবহন ও সাধারণ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, তফসিলকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানিয়ে বলেছেন, ‘সামনে আরও কঠিন আন্দোলন হবে।’
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।