1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

এমপি সার্কেল উদ্যোক্তা ও পরিচালনা পর্ষদ

এমপি সার্কেল’ এর স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা জনাব মোঃ জসীমউদদীন (রুমান) অদম্য ইচ্ছাশক্তিতে ভরপুর খুব সাধারণ একজন নাগরিক। মাগুরা জেলার, সদর উপজেলার, মঘী ইয়নিয়নের, টীলা গ্রামে, নানা মোহাম্মদ ছায়েনউদ্দিন বিশ্বাস এর বাড়ীতে জন্ম গ্রহণ করেন তিনি। একই গ্রামে তার দাদা আব্দুল ওয়াদুদ মৃধার বাড়ী।

জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর মায়ের নাম শরিফা বেগম এবং বাবার নাম এনামুল কবির মৃধা।

তিনি তার বাবা মায়ের ৪(চার) সন্তানের মধ্যে ২য় এবং একমাত্র পূত্র সন্তান।

ছোটবেলায় নানা দাদা সহ সকলের আদর স্নেহে গ্রামের কাদামাটি ও শ্যামল প্রকৃতির মাঝে বেড়ে উঠেছেন তিনি। পড়াশুনা শুরু করেছেন নিজ গ্রামের পাশের গ্রাম ঐতিহ্যবাহী ভাবনহাটী বাঁজার সংলগ্ন ভাবনহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বাবার চাকুরীজনিত কারণে ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেছেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার শেখদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর আবার গ্রামে ফিরে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হন ভাবনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক পাশ করেন।

তারপর, তিনি উচ্চ মাধ্যমিক পড়ার জন্য আবার চলে আসেন ঢাকায়। ভর্তি হন দেশসেরা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েও তিনি সফলতার সাথে প্রথম বিভাগ অর্জন করেন।

এরপর, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে ভর্তি হন স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনের লক্ষ্যে এবং ২য় শ্রেনীতে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জন করেন।

এখানে উল্লেখ্য যে, ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবার পর তিনি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে শুরু করেন। প্রথমে কিছু দিন ‘বাম ধারার’ একটি ছাত্র সংগঠনের সাথে পথচলা শুরু করেন। কিন্তু, বাম ধারার প্রতি শিক্ষার্থীদের সমর্থণ কম থাকায় তিনি সম্পৃক্ত হন প্রগতিশীল ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী মহান মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের রাজনীতির সাথে। তিনি সরাসরি ছাত্র রাজনীতির সাথে থাকলেও পদ বঞ্চিত থেকে সাধারণ একজন কর্মী হিসেবেই ছাত্র রাজনীতি থেকে বিদায় নেন।

ছাত্র রাজনীতির পদ পদবী বিষয়ক অপ্রাপ্তি থেকে অর্জিত বহুমাত্রিক অভিজ্ঞতাকে পুঁজি করে দেশের ভবিষ্যত প্রযন্মকে সুন্দর একটি স্বদেশ উপহার দেয়ার লক্ষ্যে ইংরেজি ২০০৮ সালের ১২ ডিসেম্বর ‘উদ্যোক্তা ইনস্টিটিউট‘ ও ‘নাগরিক সিন্ডিকেট‘ নামে দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজ শুরু করেন অদম্য ইচ্ছাশক্তিতে ভরপুর এই কর্মবীর।

‘এমপি সার্কেল’ হচ্ছে সেই ‘উদ্যোক্তা ইনস্টিটিউট‘ ও ‘নাগরিক সিন্ডিকেট‘ এর যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত প্রধানতম ডিজিটাল উদ্যোগ যা বর্তমানে ‘জাগো প্রতিদিন’ নামক দৈনিক পত্রিকার একটি বিশেষ প্রচেষ্টা হিসেবে পরিচালিত হচ্ছে।

এমপি সার্কেল এর উদ্যোক্তা


মোঃ জসীমউদদীন (রুমান)

বি,এস,এস(সম্মান), অর্থনীতি

 

 

এমপি সার্কেল পরিচালনা পর্ষদ

পরিচালনা পর্ষদ চূড়ান্তকরণের কাজ চলমান…

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com