গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরূপ দেয়াসহ রাষ্ট্রের ও সমাজের সকল ক্ষেত্রে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং প্রিয় দেশমাতৃকাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই ‘এমপি সার্কেল’ এর মূল লক্ষ্য।
‘এমপি সার্কেল’ পরিচালনার মূলনীতি হচ্ছে দল নিরপেক্ষতা, একতা, সততা, স্বচ্ছতা, সমতা ও অসাম্প্রদায়িকতা।
গণতন্ত্র প্রতিষ্ঠা, বিকেন্দ্রীকরণ, নির্বাচনী সংস্কার, পরিচ্ছন্ন রাজনীতি এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থার প্রচারের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যেকার একজন উদ্যোগী মানুষের উদ্যোগে, ইংরেজি ২০০৮ সালের ১২ ডিসেম্বর ‘এমপি সার্কেল’ আত্মপ্রকাশ করে। যে উদ্যোগটি বর্তমানে আরও বহুমাত্রিক লক্ষ্য বাস্তবায়নে ‘নাগরিক সিন্ডিকেট‘ ও ‘উদ্যোক্তা ইনস্টিটিউট‘ এর গবেষণা ও পরামর্শে দৈনিক ‘জাগো প্রতিদিন’ এর একটি বিশেষ প্রচেষ্টা হিসেবে পরিচালিত হচ্ছে।