এমপি সার্কেল, উদ্যোক্তা ও বন্ধু চক্র ডেক্স:
পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করছাড় সুবিধা আরও তিন বছরের জন্য বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্পপ্রতিষ্ঠানের কেবল ওই শিল্প থেকে অর্জিত আয়ের ক্ষেত্রে ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত আয়করের হার কমিয়ে কোম্পানি করদাতার ক্ষেত্রে ১০ শতাংশ এবং কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করা হলো।
এর আগে গত ৩০ জুন পর্যন্ত পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একই ধরনের করছাড় সুবিধা পেয়ে আসছিল। কিন্তু পরবর্তী সময়ে এ সুবিধা আর বাড়ানো না হলে সম্প্রতি বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এনবিআরকে এ সুবিধা অব্যাহত রাখতে চিঠি দেয়, যার পরিপ্রেক্ষিতে এ প্রজ্ঞাপন জারি করা হলো।
নতুন প্রজ্ঞাপনের ফলে খাত-সংশ্লিষ্ট করদাতাকে পাটশিল্প থেকে প্রাপ্ত যে কোনো পরিমাণ আয়ে ১০ শতাংশ কর দিতে হবে। দেশে ৩০০টি পাটকল থাকলেও বর্তমানে প্রায় ১৭০টি পাটকল চালু রয়েছে। মিলগুলো ছাড়াও পাটজাত পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন।