1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

রাজধানীর বনানীতে বাসায় চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২

  • প্রকাশকাল : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

এমপি সার্কেল, অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্স:
রাজধানীর বনানীতে একটি বাসায় চুরির ঘটনায় চোরাই মালামালসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ মারুফ হোসেন সুমন ওরফে সুমন শেখ ও মোঃ রাকিব। এ সময় তাদের হেফাজত হতে চোরাই কাজে ব্যবহৃত ১টি লোহার বোল্ট কাটার, ২টি স্টিলের তৈরি সেলাই রেঞ্চ, ১টি প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের প্লাস, ১টি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, কালো রংয়ের কৃত্রিম চুল ও চুরি যাওয়া নগদ ৪৯ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ডিএমপি নিউজকে জানান, গত ১১ অক্টোবর সকাল ৯টায় বাদী ও তার স্ত্রী বনানীতে তাদের বাসার দরজা তালাবদ্ধ করে অফিসে যান। ওই দিন সন্ধ্যা ৭টায় অফিস শেষে বাসায় ফিরে বাসার দরজা খোলা দেখতে পান, চোর দরজার তালা ভেঙ্গে আলমারি হতে নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা ও ৫ ভরি ১৩.৫ আনা স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে বনানী থানায় মামলা রুজু হয়।

তিনি আরো বলেন, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। গতকাল রবিবার দিবাগত রাত ২:০৫টায় ভাষানটেক থানার সরাই বস্তি থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বনানী এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গ্রিল কেটে চুরি করেছে মর্মে জানান পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের বনানী থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com