এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
শ্রীলঙ্কার বিপক্ষে শচীন টেন্ডুলকারের ঘরের মাঠ মুম্বাইতেই সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। কিন্তু সেই ম্যাচে ১২ রানের জন্য শতক হাতছাড়া করেন তিনি। শচীনের রেকর্ডে ভাগ বসাতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি কোহলিকে। রোববার (০৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের ৪৯তম শতক হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন শচীনের রেকর্ড। বর্তমানে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান কোহলি ও শচীন।
৪৯টি শতক করতে টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ৪৫১ ইনিংস, কোহলি সেটি ছুঁয়ে ফেলেছেন ২৭৭ ইনিংসেই। বাংলাদেশের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলার পর থেকেই টেন্ডুলকারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় ছিলেন কোহলি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সুযোগ পেয়েও শেষ পর্যন্ত শতকের দেখা পাননি তিনি। কিউইদের বিপক্ষে ফেরেন ৯৫ রান করে আর লঙ্কানদের বিপক্ষে কোহলির ব্যাট থেকে এসেছিল ৮২ রান। শেষ পর্যন্ত বহুল কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা মিলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শেষ দিকে।
কোহলি ও আয়ারের দারুণ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করেছে।