1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন রাষ্ট্রপতি

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনদিনের সফরে কক্সবাজার আসছেন। আগামী ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি কক্সবাজার ও বান্দরবান জেলা সফর করবেন। এ সময় তার পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের বিভিন্ন স্থানে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। রাষ্ট্রপতিকে বরণে চলছে প্রস্তুতি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ জুলাই থেকে ১ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুউদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন।

জানা গেছে, এবারের সফরে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন। এ সময় সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন রাষ্ট্রপতি এবং রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাব উদ্দিন নিজ জেলা পাবনার পর কক্সবাজার প্রথম কোনো জেলা যেখানে রাত্রিযাপন করবেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com