1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

আদর্শ নাগরিক তাদের সমর্থন করতে পারে না: জয়

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

এমপি সার্কেল, সুনাগরিক চক্র:
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোনো আদর্শ নাগরিক বিএনপিকে সমর্থন করতে পারে না। কারণ দলটি রাজনীতির নামে মানুষ হত্যা করে।

বুধবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিজ্যুয়াল রিপোর্টসহ এক পোস্টে একথা লিখেন।

জয় লিখেছেন ‘আপনি কি খুনি? আপনি কি ১০ শতাংশ কমিশন নেন? আপনি কি বিরোধী দলের ওপর গ্রেনেড হামলা চালানোয় বিশ্বাস করেন? আপনি কি অস্ত্র চোরাচালানকারী? আপনি কি সাধারণ মানুষের ওপর গুলি চালানো সমর্থন করেন? আপনি কি হাওয়া ভবনের সুবিধাভোগী?’

জয় আরও বলেন, ‘আপনি যদি একজন আদর্শ নাগরিক হন, তাহলে আপনি বিএনপিকে সমর্থন করতে পারবেন না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে এবং গ্রেনেড নিক্ষেপ করে তারা দেশপ্রেমিক হতে পারে না।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা সবাই মিলে আমাদের দেশ গড়ি এবং আমাদের পূর্বসূরিদের রক্তের ঋণ শোধ করি।’

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com