এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
অতি সম্প্রতি ভারত মহাসাগরের আশপাশের ১৯টি দেশকে নিয়ে বৈঠকের আয়োজন করেছে চীন। দেশটির নেতৃত্বে হওয়া বৈঠকে ১৯টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও তালিকায় ছিল না ভারত। খবর পিটিআই।
প্রতিবেদনে বলা হয়েছে, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) নামে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি সংস্থা গত ২১ নভেম্বর চায়না-ইন্ডিয়ান ওশ্যান রিজিওন ফোরাম অন ডেভেলপমেন্ট কো-অপারেশন বিষয়ে বৈঠকের আয়োজন করে। এর নেতৃত্ব দেয় চীন। এতে অংশগ্রহণ করে বাংলাদেশও।
রিপোর্ট, চীনের ইউনান প্রদেশের কানমিং প্রদেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিআইডিসিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ভারত ছাড়া এতে ১৯টি দেশ অংশ নেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনান প্রদেশের কুনমিংয়ে ‘শেয়ারড ডেভেলপমেন্ট: থিওরি অ্যান্ড প্র্যাকটিস ফ্রম দ্য পারস্পেক্টিভ অব দ্য ব্লু ইকোনমি’ থিমের অধীনে মিশ্র পদ্ধতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে যেসব দেশ অংশ নেয় সেগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, ইরান, ওমান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, মোজাম্বিক, তানজানিয়া, সিসিলিস, মাদাগাস্কার, মরিসাস, জিবুতি, অস্ট্রেলিয়া। এছাড়া আরও তিনটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিও এই বৈঠকে অংশ নেন।
এই বৈঠকের সঙ্গে সম্পৃক্ত এমন সূত্র জানিয়েছে, বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি।