এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘পাটকল বন্ধ করে দেওয়ার পর পাট চাষি ও শ্রমিকেরা অসহায় হয়ে পড়েছে। অনেক শ্রমিক, চাষি আত্মহত্যা করেছে। এর মাধ্যমে সরকার কেবল পাট চাষি বা শ্রমিকদের পেটে লাথি মারে নাই, বরং এর মাধ্যমে সরকার সংবিধানকে বলাৎকার করেছে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অতীত ও বর্তমান শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেনন আরও বলেন, ‘বর্তমানে দেশে মন্দা দেখা দিয়েছে। আবার সরকারও দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। তারা বলছে জানুয়ারিতেই সব ঠিক হয়ে যাবে। এই মন্দায় আমাদের বিদেশি শ্রমিকদের ওপরেই ভরসা করতে হচ্ছে। শ্রমিকেরাই বিদেশ থেকে ডলার আয় করে দেশে পাঠায়। তাহলে দেশে কেন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেবেন না, বেতন দেবেন না?’ এ সময় সামনে দেশের জন্য কঠিন দিন আসছে উল্লেখ করে তা মোকাবিলার জন্য শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসানের সঞ্চালনায় সভায় মূলপত্র উপস্থাপন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শমশির। এ ছাড়া আলোচক ছিলেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
শ্রমিক আন্দোলনের কিংবদন্তি ও পুরোধা নেতৃত্ব কমরেড আবুল বাশার, কমরেড শাফিকুর রহমান মজুমদার, কমরেড নাসিম আলী, কমরেড এটিএম নিজামুদ্দিন, কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া ও কমরেড শফিউদ্দিন আহমেদ স্মরণে এ সভার আয়োজন করা হয়।