এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শেষ হয়েছে। ৬ নভেম্বর ২০২২ (রোববার) রাতে সমাপ্তি বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের ইতি টানেন।
এর আগে অধিবেশন কক্ষে আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে ১৯৭২ সালের ৭ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ দেখানো হয়।
তার আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
গত ৩০ অক্টোবর শুরু হয় এ অধিবেশন।ছয় কার্যদিবসের এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। অন্য মন্ত্রীদের জন্য ১০১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তারা উত্তর দেন ৪৩৯টির। বিধি-৬২ তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৯১টি। বিল পাস হয় চারটি।