1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সাজেকে কৃষকের ধানকাটায় ইউপিডিএফ ও নারী সংঘের সহায়তা

  • প্রকাশকাল : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
পার্বত্য জেলায় পর্যটন নগরী সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ-এর বাঘাইছড়ি উপজেলা শাখার যৌথ উদ্যোগে রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাটের বামে বাইবাছড়া গ্রামে কৃষকের ধান কাটার কাজে সহায়তা প্রদান করা হয়েছে।

২৯ অক্টোবর ২০২২ (শনিবার) ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক রাদেখা চাকমা। এতে স্থানীয় নারী এবং যুবকরাও অংশ গ্রহণ করেন।

ধান কাটা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, ইউপিডিএফ জনগণের পার্টি হিসেবে লড়াই সংগ্রামের পাশাপাশি জনসেবামূলক কাজ করে যাচ্ছে।

ইউপিডিএফ’র এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আমাদের সকলকে পরস্পরের মধ্যে সহযোগিতার মানসিকতা লালন করতে হবে। একে অপরকে সহযোগিতার মাধ্যমেই আমরা অনুন্নত সমাজে অগ্রগতি সাধন করতে পারবো।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com