এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ অক্টোবর ২০২২(মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন ঋষি সুনাক। তিনি দেশটির ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। প্রধানমন্ত্রী হয়ে ডাউনিং স্ট্রিট থেকে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণে সুনাক ঐক্যের ডাক দিয়েছেন।
সুনাক বলেন, আমাকে ভুলগুলো ঠিক করার জন্য নিযুক্ত করা হয়েছে। আমি আমার দেশকে ঐক্যবদ্ধ করবো, তা কথার মাধ্যমে না কাজের মাধ্যমে। আমি বুঝতে পেরেছি এই মুহূর্ত আমাদের কত কঠিন সময়।
ভাষণে সুনাক দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করেছেন। সুনাক বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বরিসের অবিশ্বাস্য অর্জনের কারণে আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো।
এ ছাড়া দেশের গভীর অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন সুনাক। এই নিয়ে ভাষণে তিনি বলেছেন, দেশের অর্থনীতি স্থিতিশীলতা ফিরে আনতে আমাদের কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়েছে।
ব্রিটেন অবিশ্বাস্য কিছু অর্জন করতে পারে বলে ভাষণে উল্লেখ করেছেন দেশটির ৫৭তম প্রধানমন্ত্রী।
আজ বাকিমহাম প্যালেসে ব্রিটেনের তৃতীয় রাজা চার্লসের সঙ্গে দেখা করেন সুনাক। সেখানেই রাজা চার্লস সুনাককে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।
এক বছরের মধ্যেই দেশটি তিনজনকে প্রধানমন্ত্রী হিসেবে পেল। এর আগে ইতিহাস গড়ে ক্ষমতাসীন পার্টি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন ঋষি সুনাক। এ ছাড়া মাত্র ৪২ বছরের সুনাক হচ্ছেন ২০০ বছরের বেশি সময়ের মধ্যে ব্রিটেনের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।
এর আগে একই বয়সে রবার্ট ব্যাংক্স জেনকিনসন ১৮১২ ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে বসেন। পরবর্তীতে ডেভিড ক্যামেরন ৪৩ বছর বয়সে ২০১০ সালে সবচেয়ে কম বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী আরেক রেকর্ড গড়েন।
যুক্তরাজ্যে একযোগে ৯ মন্ত্রীর পদত্যাগ
এদিকে ২৫ অক্টোবর ২০২২ (মঙ্গলবার) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পরই একে একে নয়জন মন্ত্রী পদত্যাগ করেন। তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অধীনে মন্ত্রিত্ব পেয়েছিলেন।
পদত্যাগ করাদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ। তিনিই প্রথম পদত্যাগ করেন।
এরপর আইন ও বিচার মন্ত্রী ব্র্যান্ডন লুইসের পদত্যাগ করার ঘোষণা আসে। তার পদত্যাগের পর পদত্যাগ করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী কিট মলথাউস, লেভেলিং আপ মন্ত্রী সিমন ক্লার্ক, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে, জুনিয়র মন্ত্রী ভিকি ফর্ড এবং কল স্মিথ। সবশেষে অলোক শর্মা মন্ত্রিত্ব ছাড়েন।
তাছাড়া চিপ হুইপের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ওয়েন্ডে মর্টেন। এমনকি টোরি পার্টি চেয়ারম্যান জ্যাক ব্যারিও পদত্যাগ করেন।
লিজ ট্রাসের মন্ত্রীসভায় দায়িত্ব পাওয়া এসব মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি অবশ্য জানাই ছিল। কারণ নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রী পরিষদে ব্যাপক পরিবর্তন আনবেন। এখন যেসব মন্ত্রণালয়ের মন্ত্রীরা পদত্যাগ করেছেন তাদের জায়গায় নতুনদের নিয়োগ দেবেন ঋষি।