1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

রাশিয়া-ইরান সামরিক সম্পর্ক নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ইসরাইল

  • প্রকাশকাল : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
মস্কো ইউক্রেনে হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ ওঠার পর ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপের সময় ২০ অক্টোবর ২০২২ (বৃহস্পতিবার) ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। খবর এএফপি’র।

লাপিদের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, লাপিদ ও দিমিত্র কুলেবারের মধ্যে ফোনালাপের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা জানেন এবং তিনি জোরদিয়ে বলেন, ইসরাইল ইউক্রেনের জনগণের পাশে থাকবে।

বিবৃতিতে বলা হয়, ‘তাদের ফোনালাপে প্রধানমন্ত্রী ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্কের ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইল সরকারের সিনিয়র এক কর্মকর্তা এ ব্যাপারে এএফপি’কে বলেন, ইরানের ড্রোন রাশিয়াকে সরবরাহ করা হয়েছে।

গত ১৭ অক্টোবর ২০২২ (সোমবার) কিয়েভে বোমা হামলা চালাতে ইরানের তৈরি চারটি ড্রোন ব্যবহার করায় ইউক্রেন রাশিয়াকে দায়ী করে এবং কিয়েভ জানায়, তাদের প্রতিরক্ষা বাহিনী মধ্য-সেপ্টেম্বর থেকে ইরানের ২২৩টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে হামলায় মস্কো বাহিনীর ইরানের তৈরি ড্রোন ব্যবহারের কথা তাদের জানা নেই এবং তেহরান জানিয়েছে, ইরান রাশিয়াকে বিভিন্ন অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইউক্রেনের এমন দাবি ‘ভিত্তিহীন’।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com