এম.পি. সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই ব্যাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ হবে বলে জানিয়েছেন নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেছেন, এ ক্ষেত্রে সরকার ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করবে।
আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নতুন গভর্নর।
আজই সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে যোগ দেন আব্দুর রউফ তালুকদার। তিনি এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ছিলেন।
দেশে বর্তমান মূল্যস্ফীতি সম্পর্কে নতুন গভর্নর বলেন, ‘বাজারে অতিরিক্ত টাকার সরবরাহের কারণে নয়, বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ায় মাত্রাতিরিক্ত আমদানি ব্যয় মেটানোর কারণে এই মূল্যস্ফীতি।’
আব্দুর রউফ তালুকদার বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করবে।’