1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে ব্যাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ: নতুন গভর্নর

  • প্রকাশকাল : বুধবার, ১৩ জুলাই, ২০২২

এম.পি. সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই ব্যাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ হবে বলে জানিয়েছেন নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেছেন, এ ক্ষেত্রে সরকার ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করবে।

আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নতুন গভর্নর।

আজই সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে যোগ দেন আব্দুর রউফ তালুকদার। তিনি এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ছিলেন।

দেশে বর্তমান মূল্যস্ফীতি সম্পর্কে নতুন গভর্নর বলেন, ‘বাজারে অতিরিক্ত টাকার সরবরাহের কারণে নয়, বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ায় মাত্রাতিরিক্ত আমদানি ব্যয় মেটানোর কারণে এই মূল্যস্ফীতি।’

আব্দুর রউফ তালুকদার বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করবে।’

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com