1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

জামদানি ও মসলিন বাংলাদেশের ঐতিহ্য: বস্ত্র ও পাটমন্ত্রী

  • প্রকাশকাল : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

এম.পি. সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
বেসরকারি ব্যবস্থাপনায় রাজধানীর গুলশানে জামদানি প্রদর্শনী কেন্দ্র ‘টানাপোড়েন’ এর কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে তারাব পৌরসভার মেয়র মিসেস হাছিনা গাজী, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, জামদানি ও মসলিন শাড়ি বাংলাদেশের ঐতিহ্য এবং বাঙালিয়ানার প্রতীক। এ শিল্পের উন্নয়ন ও তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে।

তিনি বলেন, একটি মাঝারি মানের মসলিন শাড়ি তৈরি করতে ৫ থেকে ৬ মাস সময় লেগে যায়। ফলে শাড়ির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে মসলিনের স্বকীয়তা ঠিক রেখে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে শিল্পায়নের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সেতুর জাজিরা প্রান্তে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ১২০ একর জমিতে ‘শেখ হাসিনা তাঁত পল্লী’ স্থাপনের কাজ চলমান রয়েছে।

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com