1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

শেখ হাসিনার নামে জমি কিনলেন সংসদ সদস্য ইব্রাহীম

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

এম.পি. সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
নোয়াখালীর চাটখিল উপজেলার প্রাণকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। ক্রয়কৃত এই জমিতে আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৫ মে ২০২২) উপজেলার নুর জাহান বেগম নামে এক মহিলার কাছ থেকে ৭০ লাখ টাকা দিয়ে ছয় শতাংশ জমি কেনেন এই সংসদ সদস্য।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় চাটখিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা দলিলে জমির গ্রহীতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দেশরতœ শেখ হাসিনার নাম ব্যবহার করা হয়েছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন থেকে চাটখিল উপজেলায় আওয়ামী লীগের নিজস্ব ভবন নেই। এজন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ লাখ টাকা দিয়ে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নামে এই ছয় শতাংশ জমি কিনেছি। একটি সুন্দর ও নান্দনিক পরিবেশে উপজেলা সদরে দলীয় স্থায়ী অফিস নির্মাণ করা হবে।

শিগগির সেখানে দলীয় অফিসের কাজ শুরু করা হবে বলেও জানান নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এই সংসদ সদস্য।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com