1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা

  • প্রকাশকাল : শুক্রবার, ১৩ মে, ২০২২

এম.পি. সার্কেল, সুশাসন চক্র:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশে ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে সরকার। বিভিন্ন ধরনের কর্মশালা ও সেমিনারের উদ্দেশ্যে বিদেশ সফরও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সফর বন্ধ থাকবে।

১২ মে ২০২২ (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখা থেকে এ বিষয়ে ‘পরিচালক ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকাশ বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ’ শীর্ষক এক পরিপত্র জারি করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহর সই করা পরিপত্রে বলা হয়েছে, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর বা এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট— উভয় ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই পরিপত্রের মাধ্যমে পরবর্তী কোনো আদেশ না আসা পর্যন্ত সব ধরনের সরকারি কর্মকর্তার যেকোনো ধরনের বিদেশ সফরের সুযোগ আপাতত বন্ধ হয়ে গেল।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com