1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

রেকর্ড পতনে পাকিস্তানি রুপি, আইএমএফের ফান্ড স্থগিত

  • প্রকাশকাল : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

এম.পি. সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
রাজনৈতিক সংকটের মধ্যে এবার অর্থনৈতিক দিক থেকেও অতল গহ্বরে পড়েছে পাকিস্তান। দেশটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৬০০ কোটি ডলারের সহায়তা কর্মসূচি স্থগিত করে দেয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে এ অর্থ সহায়তা দেয়া হবে না। এ পরিস্থিতিতে পাকিস্তানি রুপি নিচু স্তরে নেমে গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ইসলামাবাদে আইএমএফের প্রতিনিধি এসথার পেরেজ রুইজ জানান, যতক্ষণ না নতুন সরকার গঠিত হচ্ছে, ততক্ষণ এ অর্থ সহায়তা দেয়া হবে না। এর মাধ্যমে পাকিস্তানকে সহযোগিতা করতে মুখিয়ে আছে আইএমএফ। নতুন সরকার গঠিত হলেই অর্থনীতির ভারসাম্যের দিকে নজর দেয়া হবে। তবে এখনই আইএমএফের কর্মসূচি বন্ধ করে দেয়ার কোনো পরিকল্পনা নেই।

এহেন পরিস্থিতিতে রেকর্ড গড়েছে পাকিস্তানি রুপি। ডলারের নিরিখে সর্বকালীন নিচু স্তরে নেমে গিয়েছে। মঙ্গলবার বাজার বন্ধের সময় দেশটির এক ডলারের দাম দাঁড়িয়েছে ১৮৫ টাকা ২৩ পয়সা। ইতিহাসে প্রথমবারের মতো ১৮৫ টাকার গণ্ডি পার হয়েছে পাকিস্তানি রুপির। পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো টিভির প্রতিবেদন অনুযায়ী এমনিতেই গত কয়েকদিন ধরে অন্যান্য মুদ্রার নিরিখে ডলার শক্তিশালী হয়েছে। সেই ধাক্কার মধ্যেই অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের জেরে আইএমএফ ৬০০ কোটি ডলারের কর্মসূচি স্থগিত করে দেয়ায় পাকিস্তানি রুপির মান কমে এসেছে।

পাকিস্তানের রাজনৈতিক অবস্থা
পাকিস্তানে রাজনৈতিক নাটক চরমে উঠেছে। এ আবহে অনাস্থা প্রস্তাব ও সংসদ ভেঙে দেয়ার প্রসঙ্গটি সেদেশের সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আর এ মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন ইমরান খান। তার সুপারিশে পাকিস্তানের রাষ্ট্রপতি সেদেশের সংসদ ভেঙে দেয়ার ইস্যুতে দায়ের করা মামলায় রায়দান স্থগিত রেখেছেন পাকিস্তানের শীর্ষ আদালত। তার মধ্যেই আদালতের একটি উল্লেখযোগ্য পর্যবেক্ষণে বড় ধাক্কা খেয়েছেন ইমরান। এ পর্যবেক্ষণের প্রেক্ষিতে যদি পরবর্তীতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দেয় তাহলে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে ইমরান খানকে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com