1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ‘সি’ গ্রুপে, ‘জি’ গ্রুপে ব্রাজিল

  • প্রকাশকাল : শনিবার, ২ এপ্রিল, ২০২২

এম.পি. সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
বিশ্বকাপের সুর বেজে উঠেছে। দলগুলো জানতে শুরু করেছে ২০২২ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রতিপক্ষ। লিওনেল মেসির আর্জেন্টিনা আছে সি গ্রুপে। সেখানে তাদের সঙ্গী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। আজ রাতে কাতারের দোহায় এক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয় বিশ্বকাপের ড্র।

এদিকে গ্রুপ পর্বেই নেইমারের ব্রাজিলের দেখা হয়ে যাচ্ছে ইউরোপীয় প্রতিপক্ষ সার্বিয়া ও সুইজারল্যান্ডের সাথে। গ্রুপের অন্য দলটি হচ্ছে ক্যামেরুন।

দ্বিতীয় পটেই স্পেনের গ্রুপে জার্মানি, বেলজিয়ামের গ্রুপে ক্রোয়েশিয়া ও পর্তুগালের গ্রুপে উরুগুয়ে ঢোকার পর সম্ভাব্য গ্রুপ অব ডেথ হিসেবে তিনটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর জানা গেছে। তৃতীয় পট থেকে যখন জাপান গ্রুপ ‘ই’তে ঢুকে পড়ল, তখন এবারের বিশ্বকাপের ‘মৃত্যুকূপের’ মর্যাদা এই গ্রুপ পাবে বলে মনে হয়েছিল। কিন্তু গ্রুপ ‘এইচ’ এসে আবার বাগড়া বাধাল। পর্তুগাল ও উরুগুয়ের সঙ্গী হয়েছে গত বিশ্বকাপে জার্মানিকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেওয়া দক্ষিণ কোরিয়া।

একটু পরই সে মর্যাদা গ্রুপ ‘এইচ’ই পেয়েছে। পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়ার পর সে গ্রুপে যুক্ত হয়েছে ঘানা। পর্তুগালের বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘানার বিপক্ষে।

ওদিকে গ্রুপ ‘ই’তে কোস্টারিকা ও নিউজিল্যান্ডের মধ্যে প্লে-অফের বিজয়ীর স্থান হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com