1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে নির্জন বাড়িতে মিলল লাশ

  • প্রকাশকাল : শনিবার, ১৯ মার্চ, ২০২২

এম.পি. সার্কেল, অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্স:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের গলিত লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মঈন ভিলার পাশে বুধবার বিকেলে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। এ সময় তারা দুর্গন্ধ পান। এরপর তারা বাড়িটির দিকে এগিয়ে যান। সেখানে কাউকে না পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে আরও লোকজন সেখানে ভিড় করেন। পরে পুলিশ গিয়ে বাড়ির একটি কক্ষ থেকে মামুন আহমেদ নামে ওই যুবকের লাশ উদ্ধার করে। মামুন ওই গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মামুন ওই বাড়িতে একাই বসবাস করতেন। তার মা যুক্তরাজ্যে থাকেন, বড় ভাই থাকেন সিলেটে। বছর পাঁচেক আগে মামুন বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তার দুই বছরের একটি ছেলে রয়েছে; সে মায়ের কাছেই থাকে। সপ্তাহখানেক আগে তাকে গ্রামের লোকজন দেখেছে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

জগন্নাথপুর থানার এসআই শাখাওয়াত মির্জা বলেন, মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com