এমপি সার্কেল,ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন:
প্রথম বারের মত বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ নারী দলের বিপক্ষে অজিদের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। আসন্ন এই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
প্রথমবারের মত বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজের জন্য পূর্ণশক্তির দল নিয়েই খেলতে আসবে অজি নারী দল। এই সিরিজে বাঘিনীদের বিপক্ষে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিবেন অ্যালিসা হিলি।
অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশে এসেছিল ২০১৪ সালে। তবে সেটি কোনো সিরিজ খেলতে নয়, সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল অজিরা।
অজিদের বিপক্ষে প্রথমে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২১ মার্চ প্রথম ম্যাচের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ ও ২৭ মার্চ। এরপর টি-টোয়েন্টিতে বাঘিনীদের মুখোমুখি হবে অজিরা। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল। সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল
অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলেই গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফিবি লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনু, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারেহাম, টাইলা ভ্ল্যামিংক।