এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে সপ্তাহব্যাপী অস্থিরতার পর কিছুটা শান্ত হয়েছে। এতে জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক রয়েছে সীমান্ত জনপদে। যার কারণে বন্ধ ৮ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলার শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী স্কুল খোলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২৯ জানুয়ারি) স্কুল বন্ধ করার কথা নিশ্চিত করলেও আজকে বলেন, গতকাল স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি, সীমান্ত পরিস্থিতি খারাপ থাকার কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছিলো। আজকে স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. জাহাঙ্গীর আজিজ বলেছেন, আজকে গোলাগুলির কোন শব্দ শোনা যায়নি। মনে হচ্ছে এখন সব ঠিক আছে। তবে আবার কখন গোলাগুলি শুরু হয় সেটাতো বলা যাচ্ছে না।
স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, আজকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গতকাল মর্টার শেল ও গোলাগুলির শব্দ শোনা গেছে। এছাড়া মর্টার শেলের খোসাও এসে পড়েছিলো। আজকে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ঘুমধুম সীমান্তের কথাই বলছি। নাইক্ষ্যংছড়িরটা বলতে পারছি না।
এদিকে উখিয়া-টেকনাফ সীমান্তে কিছুক্ষণ পর পর গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানা গেছে।
গণমাধ্যমের বরাতে জানা গেছে, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। রোববার (২৯ জানুয়ারি) রাখাইনের মিনবিয়া শহরে মিয়ানমারের সেনাবাহিনীর ৩৮০ ব্যাটালিয়নের সদর দফতর দখলে নেওয়ার দাবি জানিয়েছে আরাকান আর্মি।